Mentally Challenged

ডাক্তার দেখানোর অছিলায় বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ‘ধর্ষণ’, কুলতলিতে গ্রেফতার অভিযুক্ত

শনিবার রাতে জেঠু, জেঠিমার সঙ্গে কুলতলি থানায় আসেন নির্যাতিতা। সেখানে তাপস সাঁপুইয়ের বিরুদ্ধে লিখিত ভাবে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। গ্রেফতার অভিযুক্ত তাপস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১১:২৫
Share:

বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। — প্রতীকী ছবি।

বিশেষভাবে সক্ষম মহিলাকে ডাক্তার দেখানোর নাম করে দোকানে নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়। ধর্ষণের অভিযোগে তাপস সাঁপুই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিশেষ ভাবে সক্ষম ওই মহিলার মা, বাবা নেই। থাকেন কুলতলিতে জেঠুর কাছে। জানা গিয়েছে, গত ২৫ ডিসেম্বর পাড়ারই এক মহিলার সঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন নির্যাতিতা। ডাক্তারখানার পাশেই অভিযুক্তের দোকান। অভিযোগ, ডাক্তারখানা থেকে মহিলাকে ডেকে দোকানে নিয়ে যান অভিযুক্ত। তার পর জোর করে দোকানে ঢুকিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভয়ে কাউকে কিছু বলতে পারেননি বিশেষ ভাবে সক্ষম ওই মহিলা। শুক্রবার ঘটনার কথা জানান। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু হয়।

এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন, নির্যাতিতা নিজেই শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত তাপসকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। রবিবার তাঁকে বারুইপুর আদালতে তোলা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement