কল্যাণের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। তার প্রেক্ষিতেই এ বার কল্যাণের কুশপুত্তলিকা দাহ করা হল ডায়মন্ড হারবারে। সেই সঙ্গে কল্যাণের পদত্যাগেরও দাবি জানানো হয়।
শনিবার সন্ধে নাগাদ ডায়মন্ড হারবারের সরিষায় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখান এলাকার কিছু মানুষ। তাঁদের দাবি, অভিষেককে অপমান করেছেন কল্যাণ। ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ বলেও স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভকারী এক যুবক সাকিল আহমেদ বলেন, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা কখনওই মেনে নেওয়া যায় না। আমাদের সাংসদকে আপমান করেছেন উনি। আমরা কল্যাণবাবুর পদত্যাগ দাবি করছি।’’
এ বিক্ষোভ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।