প্রতীকী ছবি
করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর পরে তাঁর পাড়ার লোকজনকে জল নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পাশের পাড়ার লোকজনের বিরুদ্ধে।
ক্যানিংয়ের দিঘিরপাড় পঞ্চায়েতের তাঁতকলপাড়া এলাকায় গত শুক্রবার জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান বছর পঞ্চান্নর এক ব্যক্তি।
পরে তাঁর করোনা পজ়িটিভ রিপোর্ট আসে। অভিযোগ, তারপর থেকেই মৃতের পাড়ার লোকজনকে এলাকার নলকূপ থেকে জল নিতে বাধা দিচ্ছেন পাশের পাড়ার লোকজন।
স্থানীয় এক প্রাথমিক স্কুল শিক্ষক দেবব্রত মণ্ডল বলেন, ‘‘দিন কয়েক আগে আমাদের পাড়ার এক ব্যক্তি মারা যান। গ্রামের মহিলারা এলাকার নলকূপে জল আনতে গেলে বাধা দেন পাশের পাড়ার লোকজন। এ নিয়ে গ্রামের লোকজন প্রতিবাদ জানান। একজন মারা গিয়েছেন বলে এ ভাবে সারা পাড়ার লোকের জল বন্ধ করে দেওয়াটা অমানবিক কাজ।’’
এমনিতেই করোনায় মৃতের পরিবারের সদস্যেরা বেশ কিছুদিন ধরে নিভৃতবাসে রয়েছেন। ওই পরিবারে মা ও মেয়ে ছাড়া আর কেউ নেই। তাঁরা বাড়ির বাইরে বের না হতে পারায় ঘরে খাবার-দাবার নেই। বলে জানিয়েছেন।
এ দিকে, জল নিয়ে দুই পাড়ার মধ্যে সমস্যার কথা জানার পরেই সোমবার ঘটনাস্থলে যান ক্যানিং ১ বিডিও নীলাদ্রিশেখর দে। পরে তিনি মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের হাতে খাদ্যসামগ্রী, পানীয় জল তুলে দিয়ে আসেন। বিডিও বলেন, ‘‘এ ভাবে জল বন্ধ করে দেওয়াটা ঠিক নয়। করোনা মোকাবিলায় কিছু নির্দেশিকা মেনে চললে সংক্রমণ এড়ানো সম্ভব। আমরা নানা ভাবে মানুষকে সচেতন করছি।’’