পানিহাটি মেলার উদ্ধোধনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
বিধানসভার বিরোধীদের শাসকদলের মতোই সমান সময় দিলেও তার সদ্ব্যবহার করেন না বিরোধী নেতা-নেত্রীরা। এমনই দাবি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্ষেপ, বিরোধীদের জন্য বিধানসভায় ৫০ শতাংশ সময় বরাদ্দ করা হলেও অধিবেশনে হইহট্টগোল করেন বিরোধীরা। এমনকি, অধিবেশন থেকে ওয়াকআউটও করেন তাঁরা। যদিও স্পিকারের এই দাবি মানতে নারাজ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাদের পাল্টা দাবি, বিধানসভায় পর্যাপ্ত সময় পান না বিরোধীরা।
মঙ্গলবার পানিহাটি মেলার উদ্ধোধনে উপস্থিত ছিলেন বিমান। ওই মেলার ম়ঞ্চে ভাষণ দিতে উঠে বিমান বলেন, ‘‘জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভায় গেলেও নিজেদের দায়িত্ব পালন করেন না বিরোধীরা। বিধানসভায় এসে শুধু মাত্র হইহট্টগোল করেন। ওয়াকআউট করে বেরিয়ে যান।’’ তাঁর দাবি, ‘‘বিরোধীদের জন্য প্রশ্নোত্তর পর্বে আমি তাঁদের ৭০ শতাংশ প্রশ্ন করার সুযোগ দিই। বিধানসভা এমন একটি সভা, যেখানে সরকারের ত্রুটিবিচ্যুতি ধরিয়ে দিতে পারেন বিরোধীরা। আমার মনে হয়, ওঁদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।’’
স্পিকারের এই দাবি নস্যাৎ করেছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। উল্টে তাঁর দাবি, ‘‘বিরোধীরা বার বার বলার সময় চেয়েও পায় না। বিগত দিনে ৪ দিন ধরে বলে বলে ১ দিন বিধানসভায় সময় পেয়েছি। তা হলে বিধানসভায় বিরোধীদের জায়গা কোথায়?’’