Death

বেপরোয়া গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু জয়নগরে,সন্তানকে টিউশনিতে দিয়ে ফেরার পথে দুর্ঘটনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তার পাশে একটি মুদিখানার দোকানে জিনিসপত্র কিনছিলেন কনক। সেই সময় তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৫:৩১
Share:

দুর্ঘটনায় মৃত্যু মহিলার। প্রতীকী চিত্র।

সন্তানকে টিউশনিতে দিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৄত্যু হল এক মহিলার৷ সোমবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার দক্ষিণ বারাসতের জলট্যাঙ্ক মোড় এলাকার কাছে। মৃতের নাম কনক দাস (৩০)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তার পাশে একটি মুদিখানার দোকানে জিনিসপত্র কিনছিলেন কনক। সেই সময় তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৄত্যু হয় কনকের। ক্ষতিগ্রস্ত হয় মুদিখানার দোকানটিও। দোকানের মালিক তপন দাস জানিয়েছেন, গাড়িটির গতি এতই ছিল যে মূল রাস্তা থেকে ৫-৬ ফুট নীচে নেমে যায়। দুর্ঘটনার জেরে তাঁর দোকানের ফ্রিজ-সহ নানা জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলেও দাবি দোকান মালিকের। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা অতনু রায়ের অভিযোগ, ‘‘গাড়িচালক মত্ত অবস্থায় ছিলেন।’’ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে জয়নগর থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়িচালককেও। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement