POCSO Case

নয় বছরের শিশুকে ধর্ষণ! অভিযোগ বাবার বন্ধুর বিরুদ্ধে, ভাঙড়ে পুলিশ ধরল যুবককে

ভাঙড়ের এক যুবকের অভিযোগ, শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন তাঁরই বন্ধু। ওই অভিযোগকারীর দাবি, তাঁরা বাড়ি ফিরে এলে মেয়ে তাঁদের কাছে বিষয়টি জানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১১:১১
Share:

শিশুকে ধর্ষণের অভিযোগ। প্রতীকী চিত্র।

নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বন্ধুর বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Advertisement

ভাঙড়ের এক যুবকের অভিযোগ, শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন তাঁরই বন্ধু। ওই অভিযোগকারীর দাবি, তাঁরা বাড়ি ফিরে এলে মেয়ে তাঁদের কাছে বিষয়টি জানায়। এর পর ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার।

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এ কথা জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। শনিবার আদালতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement