Mother-Son

North 24 Pargana: ছেলে মারা গিয়েছেন বিশ্বাস হয়নি, মৃতদেহ আগলে দু’দিন রইলেন নবতিপর মা

দু’দিন ধরে তীব্র দুর্গন্ধ পান প্রতিবেশীরা। কৌতূহলে জানালা দিয়ে উঁকি দিয়েই চক্ষুস্থির হয়ে যায় তাঁদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবরা শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৩:৪১
Share:

ছেলে মারা গিয়েছেন, জানতেন না মা! প্রতীকী চিত্র।

ছেলের বয়স ৬৫ বছর। মায়ের বয়স ৯০ বছরেরও বেশি। অসুস্থ ছেলে যে মারা গিয়েছেন, তা ঘুণাক্ষরে টের পাননি নবতিপর বৃদ্ধা। ছেলে অসুস্থ ভেবে ঠায় দু’দিন তাঁর দেহ আগলে ঘরে বসে রইলেন তিনি। পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওই বাড়িতে খোঁজ নিতে গিয়ে তাজ্জব প্রতিবেশীরা। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার জয়গাছি বেলতলা এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ৬৫ বছর বয়সি সুনীল দত্ত ও তাঁর মা কমলা দত্ত একই বাড়িতে দীর্ঘ দিন বসবাস করছিলেন। মা-ছেলের সংসারে দীর্ঘ দিন কারও যাতায়াত দেখেননি কেউ। গত দু’দিন ধরে ওই ঘর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়ির জানলার কাছে গেলে আরও বেশি দুর্গন্ধ পান প্রতিবেশীরা। কৌতূহলে জানালা দিয়ে উঁকি দিয়ে চক্ষুস্থির হয়ে যায় তাঁদের। দেখতে পান সুনীলের নিথর দেহ আগলে বসে রয়েছেন কমলা। তড়িঘড়ি তাঁরা খবর দেন হাবরা থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাবরা হাসপাতালে পাঠায়।

ছেলের যে মৃত্যু হয়েছে, তা নাকি বুঝতেই পারেননি মা। সে কারণে তাঁর দেহ আগলে বসে ছিলেন তিনি। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে বয়সজনিত কারণেই সুনীলের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement