Arrest

বিজেপি নেতাকে গুলি-কাণ্ডে গ্রেফতার

মূল অভিযুক্ত মহম্মদ আমির ওরফে সোনু। এ দিন সকালে ভাটপাড়ার কলাবাগান লাইন থেকে সোনুকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৯:১৩
Share:

এনআইএ-র হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত মহম্মদ আমির। —প্রতীকী চিত্র।

দিনেদুপুরে ভাটপাড়ায় এক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোরঘটনা ঘটেছিল গত অগস্ট মাসে। সেই ঘটনায় মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত মহম্মদ আমির ওরফে সোনু। এ দিন সকালে ভাটপাড়ার কলাবাগান লাইন থেকে সোনুকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

Advertisement

এনআইএ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগস্ট বিজেপির ডাকা বাংলা বন্‌ধ ছিল। ওই দিন দুপুরে বাড়ির কাছেই প্রিয়াঙ্গু পাণ্ডে নামে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করেগুলি চালায় সোনু ও তার দলবল। বুলেটপ্রুফ গাড়ি থাকায় প্রিয়াঙ্গু প্রাণে বেঁচে যান। তবে, গুলি ছিটকে এক ব্যক্তির কান ঘেঁষে যায়। তিনি জখম হন। রবি সিংহ নামে ওই ব্যক্তিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আঙুল ওঠে তৃণমূলের স্থানীয় নেতাদের দিকে।

প্রিয়াঙ্গু বলেন, ‘‘আমাকে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করেছিল টিপুয়া এবং মহম্মদ আমির ওরফে সোনু। এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এদের দু’জনকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বাঁচানোর চেষ্টা করছিলেন। ওঁর সঙ্গে যে অভিযুক্তদের ছবি আছে, তা আমরা দেখেছি। টিপুয়াও শিগগিরই ধরা পড়বে।’’ অন্য দিকে সোমনাথ বলেন, ‘‘ছবি দিয়ে কী প্রমাণ করা যায়? আমি জনপ্রতিনিধি। কোথাও গেলে লোকজন পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। তাতে আমার সঙ্গে কারও যোগাযোগ আছে, এটা প্রমাণিত হয় না। আমার কাছেও ছবি আছে, প্রিয়াঙ্গুর সঙ্গে অভিযুক্তেরা দাঁড়িয়ে আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement