পরীক্ষার কারণে সানকিজাহানে বাপের বাড়িতে এসেছিলেন৷ শনিবার একটি পরীক্ষা ছিল একাদশ শ্রেণির ছাত্রীর। —প্রতীকী চিত্র।
পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়ি থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। রবিবার একাদশ শ্রেণির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি ব্লকের সানকিজাহানে ৷ পুলিশ সূত্রে খবর মৃতার নাম সাবিরা মোল্লা (১৬) ৷ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ৷
স্থানীয় সূত্রে খবর, মাস ছয়েক আগে সাবিরার বিয়ে হয়। স্বামী মামুদুল মোল্লা শ্রমিকের কাজ করেন৷ কর্মসূত্রে এখন কেরলে রয়েছেন৷ বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন সাবিরা ৷ পরীক্ষার কারণে সানকিজাহানে বাপের বাড়িতে এসেছিলেন৷ শনিবার একটি পরীক্ষা ছিল তাঁর। কিন্তু আচমকা বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে৷
মহম্মদ রফিকুল হাসান মণ্ডল নামে মৃতার এক আত্মীয়া বলেন, ‘‘রোজা রাখছিল সাবিরা৷ রোজা ভাঙার পর পরিবারের সবাই মিলে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাই৷ প্রতি দিনের মতো নিজের ঘরে একা ঘুমোতে যায় সাবিরা৷ সকালে ও ঘর থেকে বেরোয়নি। পরীক্ষা আছে সবাই ডাকাডাকি শুরু করি৷ কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভাঙা হয়। তার পর ওকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়৷’’ ছাত্রীকে উদ্ধার করে কুলতুলি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই রহস্যমৃত্যু প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷’’