পথ কুকুরদের মৃত্যুতে রহস্য 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত কুকুরগুলি সব সুস্থ-স্বাভাবিকই ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ০০:০৬
Share:

ছবি: নির্মাল্য প্রামাণিক

কয়েক দিন ধরে বনগাঁ শহরে পর পর কয়েকটি পথ কুকুরের রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। চার দিনের মধ্যে পাঁচটি কুকুরের মৃত্যু হয়েছে। মূলত বনগাঁ ঘোষ ইন্সটিউটশন স্কুল-সংলগ্ন এলাকায় কুকুরগুলি মারা যাচ্ছে। এ বিষয়ে তদন্ত চেয়ে বনগাঁ স্ট্রিট ডগ সংগঠনের তরফে থানার অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত কুকুরগুলি সব সুস্থ-স্বাভাবিকই ছিল। কেউ বা কারা খাবারে বিষ মিশিয়ে খাইয়ে তাদের মেরে ফেলছে। কয়েকটি অসুস্থ কুকুরকে অবশ্য সংগঠনের সদস্যেরা চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দোষী প্রমাণিত হলে আইনগত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কুকুরের মৃত্যুতে এলাকার বহু মানুষও ক্ষুব্ধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement