mukul roy

Mukul Roy: মিছিলে আটকে মুকুল রায়ের গাড়ি, নাগালে পেয়ে বিক্ষোভ দেখাল এসএফআই

মধ্যমগ্রাম এপিসি কলেজে চতুর্থ এবং পঞ্চম সিমেস্টারের ফি কমানোর দাবিতে আন্দোলনে নামেন এসএফআই কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৮:২৫
Share:

আটকে মুকুল রায়ের গাড়ি। —নিজস্ব চিত্র।

মিছিলে আটকে পড়েছে মুকুল রায়ের গাড়ি। তাঁকে নাগালের মধ্যে পেয়ে গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা। বুধবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।
ঘটনার সূত্রপাত গত সোমবার। মধ্যমগ্রাম এপিসি কলেজে চতুর্থ এবং পঞ্চম সিমেস্টারের ফি কমানোর দাবিতে আন্দোলন করছিলেন এসএফআই কর্মী-সমর্থকরা। অভিযোগ, বিক্ষোভকারীদের উপর তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা হামলা চালায়। তার প্রতিবাদে বুধবার মিছিল করে এসএফআই। মধ্যমগ্রাম ফ্লাইওভারের মুখে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।

Advertisement

সেই সময় সোদপুর রোড দিয়ে যাচ্ছিলেন মুকুল। মিছিলে আটকে যায় তাঁর গাড়ি। মুকুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী-সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement