প্রতীকী ছবি।
বছর পাঁচেকের সন্তানকে খুনের অভিযোগ উঠল মা এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে ৷ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর-রাজপুরের ঘটনা। সন্তানের মৃত্যুর ঘটনার প্রায় এক বছর পর বাবা রাহুল রজকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মা রেখা ও তাঁর প্রেমিক তুষার নন্দীকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালের ডিসেম্বরে কলকাতার ভবানীপুরের বাসিন্দা রাহুলের সঙ্গে রেখার বিয়ে হয় ৷ বিয়ের পর সোনারপুরের রাজপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন দম্পতি। ২০১৭ সালে তাঁদের দু’টি পুত্রসন্তান হয়। এর পর বড় ছেলেকে নিজের মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন রেখা। ছোট ছেলে অবশ্য তাঁদের সঙ্গেই ছিল। পরে রাহুল কর্ম সূত্রে কেরলে চলে গেলে সন্তানকে নিয়ে একাই থাকতেন রেখা। রাহুলের অভিযোগ, সেই সময় কোদালিয়ার বাসিন্দা তুষারের সঙ্গে রেখার প্রেম হয়। ভাড়া বাড়ি ছেড়ে তুষারের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন স্ত্রী। তার মধ্যেই গত বছর ১৭ জুলাই রেখা তাঁকে ফোন করে জানান, খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ছোট ছেলের!
রাহুল পুলিশকে জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে তিনি বাড়ি ফেরেন। এর পর ১৬ এপ্রিল এফআইআর দায়ের হয় ১৬ এপ্রিল। রাহুলের দাবি, ছেলেকে খুন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যাঁদের নামে অভিযোগ, তাঁদের দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।’’