TMC

Bongaon TMC:  টাকা দিলে পদ কেনা যায়! বনগাঁয় শপথের দিন অভিযোগ তৃণমূল কাউন্সিলরের

বুধবারই বনগাঁ পুরসভার বোর্ড গঠিত হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে গোপাল শেঠকে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ২৩:৫৯
Share:

উপ-পুরপ্রধান কৃষ্ণা রায়।

টাকা দিলে পদ কেনা যায়! বনগাঁ পুরসভার বোর্ড গঠনের দিন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এমন অভিযোগই তুললেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়।
বুধবারই বনগাঁ পুরসভার বোর্ড গঠিত হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে গোপাল শেঠকে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য। তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠানের পরেই ক্ষোভে ফেটে পড়েন ১০ নম্বর ওয়ার্ডের বহু বারের কাউন্সিলর কৃষ্ণা রায়। তিনি বলেন, ‘‘দল আমাকে বার বার টিকিট দিয়েছে। আমরা মানুষের ভোটে জিতে এসে প্রমাণ দিয়েছি। কিন্তু পয়সা নেই, টাকা নেই, তাই আমরা পুরপ্রধান ও উপ-পুরপ্রধান পদ কিনে নিতে পারিনি।’’

Advertisement

তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নব নির্বাচিত চেয়ারম্যান তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ বলেন, ‘‘উনি আমাদের কাছে কোনও অভিযোগ করেননি। যদি অভিযোগ করেন বিষয়টি খতিয়ে দেখা হবে।’’ তাঁর প্রশ্ন, ‘‘উনি তো দলের সব বৈঠকে ছিলেন। তবে এখন কেন এ সব বলছেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement