রাজেশ সাউ।
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক দুধ ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল নৈহাটির গৌরীপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় রাজেশ সাউ নামে ওই দুধ ব্যবসায়ীকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
রাজেশের পরিবারের অভিযোগ, কাজ সেরে দুপুরে বাড়ি ফিরেছিলেন তিনি। তখনই সন্তোষ যাদব নামে তাঁর এক বন্ধু ডেকে নিয়ে যায়। তার পরই রাজেশকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রাজেশ। পরিবারের দাবি, কিছুদিন আগে সন্তোষের বেআইনি মদের ব্যবসার প্রতিবাদ করেছিলেন রাজেশ। তাঁদের দু’জনের মধ্যে ঝামেলাও হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, তার জেরেই রাজেশকে গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। নৈহাটির বিধায়ক পার্থও ভৌমিক জানিয়েছে, রাজেশ তৃণমূল কর্মী হলেও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।