বাইকে এসে তরুণীকে গুলি সোনারপুরে

বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন কলেজপড়ুয়া এক তরুণী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর স্টেশন সংলগ্ন ঘোষপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে ইএম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, রাত আটটা নাগাদ একটি কাজে বেরিয়েছিলেন ওই ছাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০১:২৫
Share:

বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন কলেজপড়ুয়া এক তরুণী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর স্টেশন সংলগ্ন ঘোষপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে ইএম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, রাত আটটা নাগাদ একটি কাজে বেরিয়েছিলেন ওই ছাত্রী। সওয়া ৯টা নাগাদ ফেরার সময়ে দুই মোটরবাইক আরোহী তাঁকে গুলি করে বলে অভিযোগ।

Advertisement

পুলিশ জেনেছে, তরুণী বাড়ি ফেরার পথে ওই দুই যুবক তাঁকে অনুসরণ করছিল। বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবাদ করেন তিনি। ওই যুবকদের সঙ্গে তাঁর এক প্রস্ত ধস্তাধস্তি এবং কথা কাটাকাটি হয়। অভিযোগ, বচসার মধ্যেই এক জন তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। স্টেশন সংলগ্ন এলাকায় আচমকা গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। তবে তার আগেই চম্পট দেয় অভিযুক্তেরা। স্থানীয় সূত্রের খবর, ওই ছাত্রীর বাবা জমি কারবারে যুক্ত। সম্প্রতি একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। জমি সংক্রান্ত আক্রোশের জেরে এই হামলা কি না, দেখছেন তদন্তকারীরা। বারুইপুর জেলা পুলিশের সুপার অজয় প্রসাদ ও অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ রাতেই ঘটনাস্থলে যান। সব কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement