HALISAHAR

Halisahar: হালিশহরে দুষ্কৃতীদের মারে মাথা ফাটল, হাত ভাঙল বৃদ্ধের

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা রাতে হামলা চালায় সুবোধ দে নামে ওই বৃদ্ধের বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২০:১৮
Share:

বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার হালিশহরে এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিবেকানন্দ পল্লিতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা রাতে হামলা চালায় সুবোধ দে নামে ওই বৃদ্ধের বাড়িতে। তাঁর ছেলে সুমনকে দুষ্কৃতীরা মারধর করার চেষ্টা করে। তখনই ছেলেকে বাঁচাতে এগিয়ে আসন সুবোধ। তাঁর উপর আক্রোশ গিয়ে পড়ে। অভিযোগ, সুবোধের মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই সঙ্গে হাতও ভেঙে দেয়।

এই পরিস্থিতিতে সুমনের মা এবং দিদি এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। আহত সুবোধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement

স্থানীয় এক বাসিন্দার দাবি, কোনও রাজনীতির সঙ্গে জড়িত নয় দে পরিবার। কিন্তু তার পরেও কেন এমন প্রাণঘাতী হামলা চালানো হল তা নিয়েই প্রশ্ন ঘুরছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement