Crime against Woman

Crime against woman: বাংলাদেশ থেকে গোপন পথে ভারতে আসা নাবালিকাকে ধর্ষণ, বাগদায় গ্রেফতার ২

কাজের সন্ধানে বাংলাদেশের সারিয়তপুর পুটিয়াকান্দি গ্রামের ১৭ বছরের এক নাবালিকা ভারতে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ২০:৩৯
Share:

প্রতীকী ছবি।

কাজের সন্ধানে বাংলাদেশ থেকে গোপন রাস্তায় ভারতে আসা নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাজের সন্ধানে বাংলাদেশের সারিয়তপুর পুটিয়াকান্দি গ্রামের ১৭ বছরের এক নাবালিকা ভারতে আসে। আসার জন্য বাগদার হরিহরপুরের বাসিন্দা শরিফুল মল্লিকের সঙ্গে যোগাযোগ করে। তার পর বেআইনি পথে ভারতে প্রবেশ করে ওই নাবালিকা। থাকতে শুরু করে বাগদার একটি গ্রামে।

এই অনুপ্রবেশের পর বেশ কয়েকদিন কেটে যায়। এর পর গত বৃহস্পতিবার ওই গ্রামের বাসিন্দারা জানতে পারেন, শরিফুল মল্লিক (৩৩) মহাসিন বিশ্বাস (২৮) ওই নাবালিকাকে গণধর্ষণ করছে। গ্রামের বাসিন্দারা বাগদা থানার পুলিশকে জানান। নাবালিকার বক্তব্যের ভিত্তিতে অভিযোগ দায়ের করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দুই অভিযুক্তকে শনিবার সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে বনগাঁ মহকুমা আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement