Bhangar

ভাঙড়ে চামড়ার কারখানায় বিস্ফোরণ, জখম ১১, আশঙ্কাজনক ৩

কারাখানা বন্ধের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড় শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১২:১২
Share:

জখম হয়েছেন চামড়া কারখানার ১১ জন শ্রমিক। -নিজস্ব ছবি।

সাত সকালে চামড়ার কারখানায় বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বালিগাদার কাছে মালঞ্চ-পদ্মপুকুর এলাকায়। জখম হয়েছেন চামড়া কারখানার ১১ জন শ্রমিক। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। পুলিশের সামনেই স্থানীয় বাসিন্দারা কারাখানা বন্ধের দাবি জানাতে শুরু করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চ-পদ্মপুকুর এলাকায় বেশ কয়েক বছর ধরে কারখানাটি চলছিল। জুতো-সহ চামড়ার বিভিন্ন রকম সামগ্রী তৈরি হত এই কারখানায়। শনিবার সকাল থেকেই চামড়া ট্যান করার কাজ করছিলেন কারখানার কর্মীরা। চামড়া ট্যান করার সময় বিদ্যুৎচালিত মেশিন থেকে আচমকা ধোঁয়া উঠতে দেখেন কর্মীরা। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন কারখানার মধ্যে থাকা ১১ জন শ্রমিক। বিস্ফোরণের জোরালো আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জখম শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম) তমাল সরকার এবং ভাঙড় থানার ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়। আপতত কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। কী ভাবে এত জোরালো বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement