Death

ঝড়ে গাছ ভেঙে পড়ল ব্যারাকপুরে পার্কে বসা যুগলের উপর! যুবকের মৃত্যু, আহত তরুণীও

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কে একটি গাছের নীচে বসে ছিলেন এক যুবক এবং এক তরুণী। কিন্তু ঝড়ে বিশাল ওই গাছটি ভেঙে পড়ে। আর তার তলায় চাপা পড়েন দু’জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ০০:৫০
Share:

গাছের তলায় চাপা পড়ে মৃত্যু এক যুবকের। প্রতীকী ছবি।

পার্কে একটি গাছের তলায় বসেছিলেন দু’জন। আচমকা মেঘ কালো করে শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ে ভেঙে পড়ে ওই গাছ। তলায় চাপা পড়েন এক যুবক এবং যুবতী। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কে একটি গাছের নীচে বসে ছিলেন এক যুবক এবং এক তরুণী। কিন্তু ঝড়ে বিশাল ওই গাছটি ভেঙে পড়ে। আর তার তলায় চাপা পড়েন দু’জন। খবর পেয়ে পুলিশ, দমকলকর্মী এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রকাণ্ড ওই গাছের ডাল কেটে কেটে উদ্ধার করা হয় দু’জনকে। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে। যুবকের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। ব্যারাকপুরের এসিপি তন্ময় রায় জানান, মৃত যুবকের নাম কৌশিক ঢালি (২০)। নদিয়ার রানাঘাটের বাসিন্দা ওই যুবক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরুণী। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

অন্য দিকে, উত্তর ২৪ পরগনার মোহনপুরের থানার জাফরপুর চালবাজার এলাকায় বাড়ির পাশে থাকা একটি নারকেল গাছ পড়ে মৃত্যু হয়েছে ৪০ বছর বয়সী এক মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সরস্বতী বিশ্বাস।

Advertisement

সোমবার ঝড়ে পূর্ব মেদিনীপুরের এক জন, ঝাড়গ্রামে এক জন এবং হাওড়ায় তিন জন বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। এঁদের কারও মৃত্যু হয়েছে ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে, কেউ মারা গিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement