যৌন হেনস্থার প্রতিবাদ করায় ‘মারধর’

বুধবার রাত একটা নাগাদ বাড়ির পাশের বাগানে এক মহিলার হাত ধরে টানাটানি করছিল কয়েক জন যুবক। তিনি ওই ঘটনার প্রতিবাদ করেন। তার পরে মহিলাকে ছেড়ে দেয় ওই যুবকেরা। কিন্তু ঘণ্টাখানেক পরে দুষ্কৃতীদের একটি দল সাগরবাবুর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাঁর বাড়িতে ভাঙচুর করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ০১:২৯
Share:

গুরুতর জখম অবস্থায় শিবপ্রসাদবাবুকে বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। প্রতীকী চিত্র

এক মহিলার যৌন হেনস্থার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কামরাবাদ এলাকার ফুলেরহাটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সাগর মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগ, বুধবার রাত একটা নাগাদ বাড়ির পাশের বাগানে এক মহিলার হাত ধরে টানাটানি করছিল কয়েক জন যুবক। তিনি ওই ঘটনার প্রতিবাদ করেন। তার পরে মহিলাকে ছেড়ে দেয় ওই যুবকেরা। কিন্তু ঘণ্টাখানেক পরে দুষ্কৃতীদের একটি দল সাগরবাবুর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাঁর বাড়িতে ভাঙচুর করা হয়।

Advertisement

সাগরবাবুর আরও অভিযোগ, শিবপ্রসাদ বিশ্বাস নামে তাঁর এক প্রতিবেশী ভাঙচুরের সময়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় শিবপ্রসাদবাবুকে বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সোনারপুর থানায় স্থানীয় এক ব্যক্তি-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সাগরবাবু। ওই দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। দুষ্কৃতীদের পাশাপাশি ওই মহিলারও খোঁজ করা হচ্ছে। ওই মহিলার তরফে অবশ্য থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় একটি ফাঁকা মাঠে রাত আটটার পরে মদের আসর বসে। সেখানে মহিলাদেরও নিয়ে আসা হয়। বারুইপুর জেলা পুলিশের এক কর্তা বলেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই এলাকায় রাতে টহলদারি জোরদার করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement