Barasat

জুয়ার প্রতিবাদ, বারাসতে দুষ্কৃতীদের মারে সংজ্ঞাহীন যুবক

প্রতিবাদের পাশাপাশি জুয়া খেলার ভিডিয়ো মোবাইলে রেকর্ডও করে রেখেছিলেন যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৯:১৫
Share:

সবিনয় দেব। —নিজস্ব চিত্র

জুয়া খেলার প্রতিবাদ এবং ভিডিয়ো তুলে রাখায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারাসতের ৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মারধরে সংজ্ঞা হারান সবিনয় দেব নামে ওই প্রতিবাদী যুবক। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে বারসত হাসপাতালে ভর্তি করান। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩ নম্বর ওয়ার্ডের গীতাঞ্জলি পল্লি এলাকায় দীর্ঘদিন ধরেই নেতাজি সংঘ লাগোয়া স্থানীয় এক ব্যক্তির বাড়িতে জুয়ার আসর বসত। সঙ্গে চলত মদ-গাঁজার আসর। ছিল দুষ্কৃতীদের আনাগোনাও। এলাকাবাসী প্রতিবাদ করলেও বন্ধ হয়নি জুয়ার আসর। অবশেষে গত সোমবার এলাকার বাসিন্দারা ওই জুয়ার ঠেকে চড়াও হন।

সেই দলে সামনের সারিতে ছিলেন সবিনয়। পাশাপাশি ওই জুয়া খেলার ভিডিয়ো মোবাইলে রেকর্ডও করে রেখেছিলেন তিনি। তখনকার মতো দুষ্কৃতীরা পালিয়ে গেলেও সবিনয়কে চিহ্নিত করে রেখেছিল।

Advertisement

আরও পড়ুন: ব্ল্যাকমেল, দর কষাকষিতে লাভ নেই, নাম না করে শুভেন্দু-বার্তা নেত্রীর

এই অবস্থায় রবিবার সন্ধ্যায় অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য় ওষুধ কিনতে বেরিয়েছিলেন সবিনয়। সেই সময় তাঁকে একা পেয়ে মসজিদবাড়ি রোডের মুখে সবিনয়কে ঘিরে ধরে শুরু হয় মারধর। লুটিয়ে পড়েন সবিনয়। সোমবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সবিনয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement