Fishermen

আটক মৎস্যজীবীরা ফিরবেন শীঘ্রই: মমতা

মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, শীঘ্রই গ্রেফতার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৭
Share:

মুখ্যমন্ত্রীর আশ্বাস, শীঘ্রই গ্রেফতার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানো হবে। —ফাইল চিত্র।

মাছ ধরতে গিয়ে সমুদ্রের আন্তর্জাতিক জল-সীমানা পেরিয়ে ট্রলার নিয়ে ঢুকে পড়ায় দু’মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে আটকে রয়েছেন কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী। সে দেশের উপকূলরক্ষী বাহিনী তাঁদের গ্রেফতার করেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন তাঁদের পরিজনরা। এই অবস্থায় মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, শীঘ্রই গ্রেফতার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানো হবে।

Advertisement

প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পরই ওই মৎস্যজীবীদের ফিরিয়ে আনার জন্য তৎপর হন এবং কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মঙ্গলবার নবান্নের বৈঠকে মমতা বলেন, ‘‘আগামী দু’তিন দিনের মধ্যে বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীরা ফিরে আসবেন বাংলায়।’’ জলে পড়ে ‘নিখোঁজ’ এক মৎস্যজীবীর পরিবারকে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বাংলায় আটকে থাকা বাংলাদেশিদেরও ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি।

রাজ্য সরকারের এই উদ্যোগকে সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছেন কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে খুশি ওই মৎস্যজীবীদের পরিজনেরাও। রাজ্য সরকারের কাছে তাঁরা ওই ৯৫ জনকে ফেরানোর জন্য একাধিক বার আবেদন করেছিলেন।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দফতর থেকে সোমবার কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করা হয়। বিধায়ক বলেন ‘‘অসহায় মৎস্যজীবীর পরিবারের সদস্যেরা কেমন রয়েছেন, তা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই তাঁদের ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement