কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ
Mamata Banerjee at Ganga Sagar

মুড়িগঙ্গায় সেতুর প্রকল্প রিপোর্ট তৈরি হচ্ছে: মমতা

সাগরদ্বীপে প্রায় দু’লক্ষের বেশি মানুষের বাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। কিন্তু যাতায়াতের বড় সমস্যা মুড়িগঙ্গা নদী।

Advertisement

সমরেশ মণ্ডল

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ০৯:৫৯
Share:

সাগরের ভারত সেবাশ্রম সঙ্ঘে এসে ছোটদের হাতে চকলেট তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র।

গঙ্গাসাগরে এসে সোমবার ফের মুড়িগঙ্গা নদীতে সেতু তৈরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি জানান, কেন্দ্র কোনও
সাড়া না দেওয়ায় রাজ্য সরকারই ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করছে।

Advertisement

এ দিন মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকারের তরফে গঙ্গাসাগরের জন্য নানা উন্নয়ন কাজ করা হয়েছে। তাঁর কথায়, ‘‘এখানে হেলিকপ্টার পরিষেবা আছে, কাকদ্বীপ লট ৮ জেটিঘাট, পানীয় জলের ব্যবস্থা, অসংখ্য কটেজ তৈরি হয়েছে।’’ তবে মুড়িগঙ্গা নদীতে যে সেতু প্রয়োজন, তা স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘মুড়িগঙ্গা নদীতে সেতু তৈরি হয়ে গেলে
বড় একটা কাজ হবে। এর জন্য
অনেক টাকার প্রয়োজন।’’ মমতার অভিযোগ, ‘‘আমি অনেক বার কেন্দ্রকে চিঠি লিখেছি, কিন্তু আজ পর্যন্ত সাড়া মেলেনি।’’

কিছু দিন আগে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় প্রশ্নোত্তর পর্বে গঙ্গাসাগরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অনুদানের দাবি তুলেছিলেন। তাঁর দাবি ছিল, গঙ্গাসাগরকে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে তটভূমি সার্কিট ঘোষণা করা। উত্তরে পর্যটনমন্ত্রী জি কিসান রেড্ডি জানিয়েছিলেন, রাজ্য এমন প্রস্তাব পাঠালে তা বিবেচনা করে অর্থ বরাদ্দ করা হবে। তখন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Advertisement

সাগরদ্বীপে প্রায় দু’লক্ষের বেশি মানুষের বাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। কিন্তু যাতায়াতের বড় সমস্যা মুড়িগঙ্গা নদী। সেতু হলে সমস্যা থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দা, ভিন্‌ রাজ্যের পুণ্যার্থীরাও। সাগরের বাসিন্দা শম্পা জানা বলেন, ‘‘যোগাযোগ ব্যবস্থা আগের থেকে ভাল হলেও সেতু দরকার। সেতু হলে ভেসেলের জন্য দীর্ঘ অপেক্ষার সমস্যা থেকে রেহাই মিলবে। রোগীদের পারাপারে সুবিধা হবে।’’

এর আগেও একাধিক বার কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে রাজ্যের উদ্যোগে মুড়িগঙ্গায় সেতু বানানোর প্রতিশ্রুতি শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। কিন্তু সেতু নিয়ে কোনও কাজ হয়নি। মুখ্যমন্ত্রীর এ দিনের প্রতিশ্রুতির পরেও সেতুর আশ্বাস আদৌ পূরণ হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। সাগরের বাসিন্দা সুভাষ দাসের প্রশ্ন, ‘‘গঙ্গাসাগর মেলা এলে প্রতি বছর সেতু তৈরির শুধু প্রতিশ্রুতিই পাচ্ছি। আর বিশেষ কিছুই হচ্ছে না। বছর বছর শুধু প্রতিশ্রুতি আর কত দিন?’’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ থেকে সাগর পর্যন্ত মুড়িগঙ্গা নদীর উপরে চার লেনের সেতু তৈরির পরিকল্পনা রয়েছে। আনুমানিক বাজেট, ১২ হাজার কোটি টাকা। চার কিলোমিটার দীর্ঘ এই সেতুর মধ্যে নদীর উপরের অংশ আড়াই কিলোমিটার। পার্শ্ববর্তী রাস্তা তৈরি হবে আরও দু’কিলোমিটার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকার ডিপিআর তৈরির কাজ শুরু করেছে। সেই কাজ অনেকটা এগিয়েছে। এ দিন সে কথাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement