Laxmi Bhandar Scheme

Laxmir Vandar: ডায়মন্ড হারবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অভিনব প্রচারে বাউল গান

পুরসভার তরফে সৌমেন বলেন, ‘‘ইতিমধ্যেই বহু মানুষ দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৯
Share:

নিজস্ব চিত্র

রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে মহিলাদের মধ্যে আগ্রহ বাড়াতে গান বাঁধলেন বাউলরা। বাউলদের নিয়ে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালাল জেলা প্রশাসন। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালিবাজারের যৌনপল্লি থেকে শুরু হয় বাউল গানের মাধ্যমে প্রচার।

Advertisement

বৃহস্পতিবার লোকশিল্পী ও ঢাকিদের নিয়ে ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ‘লক্ষ্মীর ভান্ডার’ এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যাপারে সবিস্তার আলোচনা করেন ডায়মন্ড হারবার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৌমেন তরফদার এবং বিদায়ী পুরপ্রধান মীরা হালদার। পুরসভার তরফে সৌমেন বলেন, ‘‘ইতিমধ্যেই বহু মানুষ দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের জন্য অনেক মহিলা আবেদন করছেন৷ তবে যাঁরা এখনও প্রকল্পগুলিতে আবেদন করেননি, তাঁদের আগ্রহ বাড়াতেই লোকশিল্পীরা পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement