Jyotipriya Mallick

মুখ ফেরাবেন না, আবেদন জ্যোতিপ্রিয়ের

শনিবার বদর বাজার এলাকাতেই সভা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তারই পাল্টা সভা এ দিন করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ০৭:৪৪
Share:

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

দলের নেতা-কর্মীরা যদি কোনও ভুল করে থাকেন, তা হলে তাঁদের শাসন করবেন। কিন্তু দলের থেকে মুখ ফেরাবেন না বলে অনুরোধ করলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

রবিবার হাবড়ার বদর বাজার এলাকায় তৃণমূলের এক সভায় এসে মানুষের কাছে ওই আবেদন করেন তিনি। বলেন, ‘‘যদি কোনও ভুল করে থাকি, শাসন করবেন। শাসন করার অধিকার আপনাদের আছে। কিন্তু দলের থেকে মুখ ফেরাবেন না। কারণ, বিজেপি দলটা একটা ধ্বংসাত্মক, ভয়ঙ্কর দল।’’

শনিবার বদর বাজার এলাকাতেই সভা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তারই পাল্টা সভা এ দিন করেছে তৃণমূল। রাজ্য সরকারের প্রকল্পের কোনও সুবিধা থেকে মানুষ যাতে বঞ্চিত না হন, সে জন্য পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিদের জ্যোতিপ্রিয় মঞ্চে তুলে জানান, যাঁরা প্রকল্পের সুবিধা এখনও পাননি, নেতারা তাঁদের বাড়ি আবেদনপত্র পৌঁছে দেবেন।

Advertisement

বিজেপিকে কটাক্ষ করে বনমন্ত্রী এদিন বলেন, ‘‘বুথ-স্তরে আমাদের সংগঠন মজবুত। আর ওদের বুথে টা লোকই নেই। কর্মী খুঁজতে দিল্লী থেকে নেতাদের এসে ক্যাম্প করতে হবে বুথে বুথে।’’

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র পরে বলেন, ‘‘তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন। মানুষের টাকা লুট করেছেন। ওঁদের সাহস থাকলে পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করে দেখান। একটি আসনেও জিততে পারবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement