BJP

বিজেপি নেতার উপরে হামলার অভিযোগ নরেন্দ্রপুরে

দীপেনবাবু বলেন, ‘‘রাতে আমার বাড়িতে কয়েক জন চড়াও হয়ে আমার নাম ধরে ডাকাডাকি করে। দরজা খুলতেই ওরা আমাকে দলীয় পতাকা খুলে নেওয়ার জন্য শাসানি দিয়ে চলে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ০৩:২৪
Share:

—প্রতীকী ছবি

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বিজেপি-র দলীয় পতাকা তোলায় ওই দলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদহ-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

Advertisement

বিজেপি-র অভিযোগ, দীপেন মণ্ডল নামে এলাকার ওই বুথ সভাপতির বাড়িতে রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয়েছে। দীপেনবাবুকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, হামলা চালিয়েছেন খেয়াদহ-১ গ্রাম পঞ্চায়েত প্রধান গোরাচাঁদ নস্কর ও তাঁরা অনুগামীরা।

দীপেনবাবু বলেন, ‘‘রাতে আমার বাড়িতে কয়েক জন চড়াও হয়ে আমার নাম ধরে ডাকাডাকি করে। দরজা খুলতেই ওরা আমাকে দলীয় পতাকা খুলে নেওয়ার জন্য শাসানি দিয়ে চলে যায়। পরে আরও লোকজন আসে। ফের আমাকে ডাকা হয়। দ্বিতীয় বার দরজা খুলে দিতেই ওরা আমার উপরে চড়াও হয়ে মারধর শুরু করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে।’’

Advertisement

খেয়াদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাচাঁদবাবু অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, ‘‘পুরোটাই বিজেপি-র গোষ্ঠী কোন্দলের ফল। তৃণমূলের কোনও যোগ নেই।’’ তাঁর আরও অভিযোগ, ওই এলাকার তৃণমূল জেলা পরিষদ সদস্য সম্প্রতি বিজেপি-তে যোগ দিয়েছেন। আর তিনি ওই দলে যাওয়ার পরেই বিজেপি-তে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারির ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement