সুখী হতে চেয়ে স্বার্থপর হব না, বলেছিল স্বর্ণেন্দু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ০১:৫৭
Share:

স্বর্ণেন্দুর বাড়িতে সুজন। নিজস্ব চিত্র।

ক’দিন আগেই নিজের ফেসবুক প্রোফাইলে স্বর্ণেন্দু লিখেছিল, ‘‘সুখী হতে গিয়ে আমি কখনও স্বার্থপর হতে পারব না।’’ সে কথা উল্লেখ করে রবিবার স্বর্ণেন্দুর মা সুজাতা রায় বলেন, ‘‘এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই তো ও নিজেকে শেষ করে দিল।’’ ছেলের নামে রাস্তা বা হাসপাতালের নামকরণ চাইছেন বাবা চন্দ্রশেখরবাবু। দুর্ঘটনায় ছেলের মস্তিকের মৃত্যুর পরে তার অঙ্গদানের সিদ্ধান্ত নেন বাবা-মা। স্বর্ণেন্দুকে মনে রেখে বসিরহাটে নির্মীয়মাণ সুপার স্পেশালিটি হাসপাতালে ৪টি শয্যার নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে বলে জানান সাংসদ ইদ্রিশ আলি, বিধায়ক দীপেন্দু বিশ্বাসরা। রবিবার সদ্য সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী-সহ সিপিএম নেতৃত্ব। অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত বলে মম্তব্য করেন তিনি। স্বর্ণেন্দুর বাবা-মায়ের উদ্যোগের প্রশংসা করেন সুজনবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement