বাড়ি ধসে মৃত তিন।—নিজস্ব চিত্র।
মাটির বাড়ি ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হল। সোমবার ভোরে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর এলাকার ঘটনা।
রবিবার সন্ধ্যা থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির জেরেই ভেঙে পড়ে ওই বাড়িটি। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানার বারুইপুর-আমতলা রোডের জুলপিয়া এলাকার মালিকপাড়ায় জামাল মোল্লার বাড়ি। এ দিন ভোরে আচমকাই তাঁর বাড়িটি ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় জামালের (৪৪)। একই সঙ্গেই বাড়ি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন সাকিনা বিবি (৩৮) এবং নাজিমুল মোল্লা।
স্থানীয় বাসিন্দারা দেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।