বৃষ্টিতে বাড়ি ধসে মৃত এক শিশু-সহ ৩

মাটির বাড়ি ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হল। সোমবার ভোরে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ১১:৫১
Share:

বাড়ি ধসে মৃত তিন।—নিজস্ব চিত্র।

মাটির বাড়ি ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হল। সোমবার ভোরে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর এলাকার ঘটনা।

Advertisement

রবিবার সন্ধ্যা থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির জেরেই ভেঙে পড়ে ওই বাড়িটি। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানার বারুইপুর-আমতলা রোডের জুলপিয়া এলাকার মালিকপাড়ায় জামাল মোল্লার বাড়ি। এ দিন ভোরে আচমকাই তাঁর বাড়িটি ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় জামালের (৪৪)। একই সঙ্গেই বাড়ি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন সাকিনা বিবি (৩৮) এবং নাজিমুল মোল্লা।

স্থানীয় বাসিন্দারা দেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement