—প্রতীকী চিত্র।
নরেন্দ্রপুরের যে স্কুলে শিক্ষকদের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেই স্কুলের প্রধান শিক্ষক অবশেষে গ্রেফতার হলেন। কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও কেন অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে গ্রেফতার করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। তাঁকে গ্রেফতার করতে না পারার কথা সম্প্রতি উচ্চ আদালতে মেনেও নিয়েছিলেন রাজ্যের কৌঁসুলি। এর পরেই শনিবার কামালগাছি এলাকা থেকে ইমতিয়াজকে গ্রেফতার করে পুলিশ।
নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক পদে থাকা ইমতিয়াজ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পুলিশ সূত্রে খবর, রবিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। প্রধান শিক্ষক গ্রেফতার হলেও ওই ঘটনায় এখনও অধরা বনহুগলি ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য আকবর আলি খান।
গত জানুয়ারি মাসে স্কুলে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠেছিল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, মারধর করা হয় শিক্ষক-শিক্ষিকাদের। অভিযোগ ওঠে, প্রধান শিক্ষকের নির্দেশে ওই হামলা হয়েছিল। যাতে নাম জড়িয়েছে আকবরেরও। এ-ও অভিযোগ, পরিচালন কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লক্ষ টাকা তুলে নিয়েছেন প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়েও দুর্নীতি করেছেন তিনি। স্কুলের অন্য শিক্ষক, শিক্ষিকাদের সার্ভিস বুক দিনের পর দিন ফেলে রেখে দিয়েছেন। সেই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ন’জন।