Caning

হাথরস কাণ্ডে প্রতিবাদ মিছিল ঘিরেও গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত

প্রতিবাদে শনিবার সকালে ক্যানিংয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করল তৃণমূল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

ক্যানিং শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ০২:০৩
Share:

প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতা দলিত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল সাংসদদের উপরে সে রাজ্যের পুলিশ-প্রশাসনের হেনস্থার প্রতিবাদে শনিবার সকালে ক্যানিংয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করল তৃণমূল। ক্যানিং ১ ব্লক তৃণমূল ও ক্যানিং ১ ব্লক যুব তৃণমূলের উদ্যোগে দু’টি পৃথক মিছিল হয় ক্যানিং শহরে। দু’টি মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস এবং ক্যানিং ব্লক যুব তৃণমূল সভাপতি শৈবাল লাহিড়ি।

Advertisement

আলাদা মিছিল কেন?

পরেশ বলেন, ‘‘আমার জানা নেই, কেন ব্লকের তরফ থেকে আলাদা মিছিল হল। ওই মিছিল সম্পর্কে আমায় কেউ কিছু জানায়নি। জানালে সকলে মিলে একটাই মিছিল করা যেত।’’ শৈবাল বলেন, ‘‘আগামী ৭ তারিখ কেন্দ্রের কৃষি আইন ও অন্যান্য বিষয় নিয়ে আমাদের একটি বড় মিছিল আছে ব্লক তৃণমূলের ডাকে। সেই মিছিলের সমর্থনে এ দিন মাতলা ১ অঞ্চল তৃণমূল মিছিল করে। সেই মিছিলে উত্তরপ্রদেশের ঘটনা সম্পর্কেও প্রতিবাদ জানানো হয়।’’

Advertisement

এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফোন ধরেননি। মেসেজেরও উত্তর দেননি।

অন্য দিকে, হাথরস-কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়েছে বসিরহাটেও। দলিত তরুণীর মৃত্যুর প্রতিবাদে বসিরহাট মহকুমার নানা এলাকায় পথে নামে বামফ্রন্ট ও কংগ্রেস। বাগদা পূর্ব ব্লক তৃণমূলের পক্ষ থেকে শনিবার সকালে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করা হয়। এক ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।

হাথরস-কাণ্ডের প্রতিবাদে শনিবার দুপুরে বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্তে জয়ন্তীপুর বাজারের কাছে তৃণমূল মিছিল করেছে। জয়ন্তীপুর বাজারে ঘণ্টাখানেকের জন্য যশোর রোড অবরোধও করা হয়। শনিবার বিকেলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার তাড়দহ ফুটবল মাঠে জনসভার আয়োজন করে তৃণমূল। হাজির ছিলেন বিধায়ক শওকত মোল্লা, জীবন মুখোপাধ্যায়, ফেরদৌসী বেগম, বিশ্বনাথ দাস, জেলার আইএনটিটিইউসি সভাপতি শক্তি মণ্ডল।

হাথরাসের ঘটনা নিয়ে সরব হন তৃণমূল নেতৃত্ব। কেন্দ্র ও উত্তরপ্রদেশের সরকারের সমালোচনা করেন তীব্র ভাষায়। এ দিন মহেষপুকুর বুথের বিজেপির মণ্ডল সভাপতি কেনারাম নস্করের হাত ধরে চন্দনেশ্বর ২ অঞ্চল থেকে বিজেপির ২৬ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। বিজেপির ভাঙড় ১ ব্লকের মণ্ডল সভাপতি বকুল দাস অবশ্য বলেন, ‘‘আমাদের দল থেকে কেউ এ দিন তৃণমূলে যোগদান করেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement