পঞ্চায়েত সদস্যের ছেলে জখম গুলিতে

বুকের বাঁ দিকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান ইসমাইল। গুলির আওয়াজে ঘর থেকে বেরিয়ে আসেন লোকজন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৬
Share:

জখম: এখানেই চলেছিল গুলি

গুলিতে জখম হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার কালিকাতলার হরিসাইড পাড়ায়। পুলিশ জানিয়েছে, জখম ইসমাইল শেখকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন রাত ১০টা নাগাদ ইসমাইল তাঁর মা হাজরা বিবির সঙ্গে বাড়ির উঠোনে বসে গল্প করছিলেন। উঠোনের উল্টো দিকে ঝোপঝাড়। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, মা ঘরে চলে যেতেই দুই দুষ্কৃতী ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসে চড়াও হয়ে গুলি চালায় ইসমাইলকে লক্ষ্য করে। বুকের বাঁ দিকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান ইসমাইল। গুলির আওয়াজে ঘর থেকে বেরিয়ে আসেন লোকজন।

হাজরা কালিকাতলা পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ছেলে ইসমাইলও দলের কর্মী। কী কারণে তাঁর ছেলের উপরে আক্রমণ, তা নিয়ে ধন্ধ তৈরি হয়। পরে অবশ্য পুলিশ জানতে পারে, পারিবারিক অশান্তির জেরে নিজেই রিভলভার থেকে গুলি চালিয়েছেন ইসমাইল। তদন্তকারীরা জানতে পেরেছেন, ইসমাইল তাঁর প্রথম পক্ষের স্ত্রীকে ছেড়ে জীবনতলার মৌখালির হরিনদা গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। দুই সম্পর্কের টানাপড়েনে সংসারে অশান্তি ছিল। পুলিশের দাবি, ইসমাইল নিজেই সে কথা পরে স্বীকার করেন। জানান, গুলি চালিয়েছেন তিনি নিজেই। আগ্নেয়াস্ত্রটি খুঁজছে পুলিশ। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বছরখানেক আগে মোটর বাইক চুরির ঘটনায় কলকাতা পুলিশ ইসমাইলকে গ্রেফতার করেছিল। ছবি: সামসুল হুদা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement