সাংবাদিক বৈঠকে জেলাশাসক, জেলাসভাধিপতি। নিজস্ব চিত্র
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সামনের বছর গঙ্গাসাগর মেলা সরাসরি অনলাইনে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। পুণ্যার্থীরা বাড়ি বসেই কপিলমুনির আশ্রমের পুজো সরাসরি দেখতে পারবেন। ফেসবুক, টুইটার, ইউটিউব-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এ জন্য গঙ্গাসাগরের বিভিন্ন পয়েন্টে ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা সরাসরি মেলায় আসবেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা থাকছে। এ জন্য কোভিড ম্যানেজমেন্ট টিম তৈরি করা হয়েছে। শুক্রবার আলিপুরে এ বিষয়ে সাংবাদিক বৈঠকে জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘করোনা পরিস্থিতির মধ্যেও গঙ্গাসাগর মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।’’ প্রশাসন সূত্রের খবর, যাঁরা মেলায় আসতে পারবেন না, তাঁরা আবেদন করলে বাড়িতে স্নানের পবিত্র জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে জেলা প্রশাসন। ‘ই-স্নান’ নামে একটি ওয়েবসাইট এ বছরই গঙ্গাসাগর মেলার সময়ে তৈরি হয়েছিল। আগামী বছর মেলা উপলক্ষে কুরিয়ারের পাশাপাশি ডাকবিভাগের মাধ্যমেও জল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।