Arrest

গভীর রাতের পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ ৪ দুষ্কৃতী পাকড়াও

মছলন্দপুর এলাকায় আগে দুষ্কৃতীদের অবাধ বিচরণ ছিল। সেই ছবিটা বদলাচ্ছে বলে জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। গোবরডাঙা থানার আধিকারিক উৎপল সাহার নেতৃত্বে দুষ্কৃতীদের গতিবিধি আটকে দিয়েছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোবরডাঙা  শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ২২:২৮
Share:

মছলন্দপুর থেকে ধৃত ৪ অভিযুক্ত। নিজস্ব চিত্র।

আগ্নেয়াস্ত্র-সহ ৪ দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে পুলিশ ওই দুষ্কৃতীদের পাকড়াও করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে গোবরডাঙা থানার মছলন্দপুর তদন্তকেন্দ্রে খবর আসে সাদপুর এলাকায় কয়েক জন সন্দেহভাজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন। খবর পেয়েই তদন্তকেন্দ্রের আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে রাত্রি ১২টা নাগাদ পুলিশের একটি দল সেখানে যায়। অনেক ক্ষণ ধরে ওই দুষ্কৃতীদের পিছু নেন পুলিশকর্মীরা। শেষে দুষ্কৃতীরা স্থানীয় যোগশ্রী ক্লাবের কাছে পৌঁছতেই তাদের ধরতে যান পুলিশকর্মীরা। তবে তারা পালানোর চেষ্টা করে। যদিও সে চেষ্টা সফল হয়নি। শেষমেশ তাদের ধরে ফেলেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

ধৃতেরা হল রিপন ব্যাপারী, রঞ্জিত রানা, কৃষ্ণ হালদার, প্রধান ভট্টাচার্য। ধৃত রিপনের বাড়ি হাবরার বাণীপুরের ইতনা কলোনিতে। বাকি ৩ দুষ্কৃতীর বাড়ি অশোকনগর এলাকায়। তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, ১টি হাঁসুয়া, ১টি ভোজালি এবং ১টি লোহার রড উদ্ধার হয়েছে।

Advertisement

মছলন্দপুর এলাকায় আগে দুষ্কৃতীদের অবাধ বিচরণ ছিল। সেই ছবিটা বদলাচ্ছে বলে জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। গোবরডাঙা থানার আধিকারিক উৎপল সাহার নেতৃত্বে দুষ্কৃতীদের গতিবিধি আটকে দিয়েছে পুলিশ। ধৃতদের সম্পর্কে আরও জানার চেষ্টা চলছে। তাদের সঙ্গে কোনও দুষ্কৃতীর যোগাযোগ রয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement