Foreign liquor

বাগদায় উদ্ধার বিদেশি মদ ও স্পিরিট

শুল্ক দফতর সূত্রে খবর, ডেপুটি এক্সাইজ় কালেক্টর ও বনগাঁ রেঞ্জের প্রিভেন্টিভ ফোর্স যৌথ অভিযান চালায়। গোপন সূত্র মারফত খবর পেয়ে বাগদা থানার অন্তর্গত কুমারখোলা শ্মশানে অভিযান চালানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ২৩:২৭
Share:

—প্রতীকী ছবি।

উত্তর ২৪ পরগনার বাগদায় শুল্ক দফতরের অভিযানে উদ্ধার প্রচুর বিদেশি মদ ও দেশি স্পিরিট। গোপন সূত্র মারফত খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকেরা শ্মশান থেকে সে সব উদ্ধার করেছেন বলে খবর।

Advertisement

শুল্ক দফতর সূত্রে খবর, ডেপুটি এক্সাইজ় কালেক্টর ও বনগাঁ রেঞ্জের প্রিভেন্টিভ ফোর্স যৌথ অভিযান চালায়। গোপন সূত্র মারফত খবর পেয়ে বাগদা থানার অন্তর্গত কুমারখোলা শ্মশানে অভিযান চালানো হয়। উদ্ধার হয় অন্তত ৬০ লিটার দেশি স্পিরিট ও বিদেশি মদ। পুলিশ সূত্রে খবর, গ্রামের রাস্তার পাশে ওই মদ মজুত করে রাখা ছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement