জঙ্গলের ধারে মিলেছে বাঘের পায়ের ছাপ। —নিজস্ব চিত্র।
ফের বাঘের আতঙ্কে কাঁটা সুন্দরবনের কুলতলি ব্লকের পেটকুলচাঁদ এলাকার বাসিন্দারা। বুধবার সকালে পেটকুলচাঁদ সেতুর কাছাকাছি এলাকায় জঙ্গলের ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় রেখে বনকর্মীরা জঙ্গলের একাংশ জাল দিয়ে ঘিরে ফেলেন।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে পেটকুলচাঁদ এলাকার বেশ কয়েক জন মহিলা নদীতে মীন ধরতে গিয়েছিলেন। সেই সময় মাতলা নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান তাঁরা। তড়িঘড়ি গ্রামে ফিরে অন্যদের বিষয়টি জানান। খবর পেয়ে বনকর্মীরাও ঘটনাস্থলে যান। পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান, বাঘটি লোকালয় লাগোয়া জঙ্গলেই রয়েছে। জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু হয়েছে। বন দফতর জানিয়েছে, সম্ভবত চিতুরির জঙ্গল থেকে বেরিয়ে মাতলা নদী পেরিয়ে বাঘটি লোকালয়ের কাছে জঙ্গলে ঢুকে পড়েছিল।
বনবিভাগের এক আধিকারিকের কথায়, ‘‘বাঘটি লোকালয় লাগোয়া জঙ্গলেই রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে বাঘের অবস্থান এখনও স্পষ্ট হয়নি।’’ পেটকুলচাঁদের কাছে আরও একটি জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। সম্প্রতি রায়দিঘির দমকলেও একটি বাঘ ঢুকে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বাঘের আতঙ্ক।