বসিরহাটের ক্লাবে অগ্নিকাণ্ড, তরজা

একটি ক্লাব পুরভোটে এলাকার তৃণমূল প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় সেই ক্লাবঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে বসিরহাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুরের ওই ক্লাবটিতে আগুন লাগে। প্রথমে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল গিয়ে আগুন আয়ত্তে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট ও গোবরডাঙা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৫ ০২:২৫
Share:

ভস্মীভূত ক্লাব। ছবি: নির্মল বসু।

একটি ক্লাব পুরভোটে এলাকার তৃণমূল প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় সেই ক্লাবঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে বসিরহাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুরের ওই ক্লাবটিতে আগুন লাগে। প্রথমে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল গিয়ে আগুন আয়ত্তে আনে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিনের ছাউনি ও বেড়া দেওয়া ক্লাবঘরটি পনেরো বছরের পুরনো। শনিবার সন্ধ্যায় এলাকার তৃণমূল প্রার্থী অদিতি রায়চৌধুরী (মিত্র)-র উপস্থিতিতে ওই ক্লাবের সামনে একটি সভা হয়। আগুন লাগে রাত সাড়ে ৩টে নাগাদ। ক্লাবের টিভি, ফ্যান, ক্যারাম বোর্ড এবং মাসিক চাঁদার কয়েক হাজার টাকাও পুড়ে যায়। আগুনে পাশের একটি কাঠের দোকানের একাংশও পুড়ে যায়। রবিবার দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকায় উত্তেজনা ছড়ায়।

ক্লাবের সভাপতি সঞ্জয় হাজরা এবং সম্পাদক লাল্টু পাল বলেন, ‘‘পুর নির্বাচনে চারটি প্রধান দল আমাদের সমর্থন চেয়েছিল। আমরা অদিতিদিকে সমর্থনের সিদ্ধান্ত নিই। ক্লাবের মধ্যে তৃণমূলের ব্যানার, ফেস্টুন ছিল। তাতেই খেপে গিয়ে বিরোধীরা ক্লাবঘরে আগুন ধরিয়ে দেয়।’’ ওই তৃণমূল প্রার্থীর অভিযোগ, ‘‘বিরোধীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল। কাজ না হওয়ায় এখন ক্লাব পুড়িয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।’’ বিরোধী দলগুলি অভিযোগ মানেনি। অন্য দিকে, ওই রাতেই শহরের ১০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন দলের প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ছেঁড়াকে ঘিরেও উত্তেজনা ছড়ায়।

Advertisement

অন্য একটি ঘটনায়, শনিবার রাতে গোবরডাঙায় বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তবে থানায় কোনও লিখিত অভিযোগ হয়নি। শাসক দলের ভয়েই থানায় অভিযোগ জানানো যায়নি বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement