সন্দেশখালিতে তৃণমূলে যোগ

সদলবলে তৃণমূলে যোগ দিলেন সন্দেশখালি ২ ব্লকের কয়েক জন সিপিএম এবং বিজেপি নেতা।শনিবার সন্দেশখালি থানার সামনে দলের ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভা করে তৃণমূল। সেখানেই এই দলবদল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০১:৩৭
Share:

সদলবলে তৃণমূলে যোগ দিলেন সন্দেশখালি ২ ব্লকের কয়েক জন সিপিএম এবং বিজেপি নেতা।

Advertisement

শনিবার সন্দেশখালি থানার সামনে দলের ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভা করে তৃণমূল। সেখানেই এই দলবদল হয়। তৃণমূলে যোগ দেন বিজেপির মণিপুর অঞ্চল সভাপতি সুনীল পড়ুয়া, স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিজেপির ভাগ্যধর মণ্ডল এবং সিপিএমের মণিপুর লোকাল কমিটির সদস্য প্রশান্ত নায়েক। এ ছাড়াও আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন মণিপুর, খুলনা, সন্দেশখালি, কোড়াকাটি এবং দুর্গামণ্ডপ পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান এবং বেশির ভাগ সদস্য। দিন কয়েক আগেই অনাস্থা এনে এই পঞ্চায়েতগুলি দখল করে তৃণমূল। তৃণমূলে যোগ দেওয়ার পরে প্রাক্তন বিজেপি নেতা সুনীল পড়ুয়া বলেন, ‘‘এলাকার উন্নয়নের জন্যই তৃণমূলে যোগ দিয়েছি।’’ উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি।

যদিও সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের দাবি, ‘‘ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। সময় হলেই তাঁরা নিজেদের ভুল বুঝতে পারবেন। তাই এই নিয়ে আমরা চিন্তিত নই।’’

Advertisement

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ম্যানেজমেন্ট পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল ডায়মন্ডহারবারের তফা গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী কলকাতার একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষে পড়তেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ডহারবারের ওই ছাত্রী কলকাতায় পৈলান এলাকায় একটি মেস বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার বিকালে তিনি বাড়িতে ফিরেন। ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ফিরেই তিনি নিজের ঘরে ঢুকে যান। অনেক বার ডাকাডাকি করলেও বের হননি। রাত সাড়ে আটটা নাগাদ তার মা তার ঘরে গিয়ে দেখেন, মুখে প্লাস্টিকের কাগজ আঁটা ওই ছাত্রী বিছানায় পড়ে রয়েছেন। তার পর তাঁকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement