সাহিত্য আসর সন্দেশখালিতে

রবীন্দ্র-সুকান্ত-নজরুলের স্মরণে সাহিত্য আলোচনা এবং কবিতা পাঠের আসর বসল সন্দেশখালির ন্যাজাটের দক্ষিণ আখড়াতলা কমিউনিটি হলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ০২:০৪
Share:

কৃতী সম্বর্ধনা। নিজস্ব চিত্র।

রবীন্দ্র-সুকান্ত-নজরুলের স্মরণে সাহিত্য আলোচনা এবং কবিতা পাঠের আসর বসল সন্দেশখালির ন্যাজাটের দক্ষিণ আখড়াতলা কমিউনিটি হলে। ছোটদের জন্য আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতারও আয়োজন ছিল। ‘নবাঙ্কুর’ সাহিত্য পত্রিকা আয়োজিত ওই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুজন ভট্টাচার্য, ছড়াকার কাজি মুর্শিদুল আরেফিন, শিক্ষাবিদ শ্যামলকুমার গাইন, সাহিত্য সমালোচক শচীন বর প্রমুখ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সাহিত্য সৃষ্টি এবং চর্চার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন বিশিষ্টজনেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement