উদ্ধার হওয়া জলের জার। —নিজস্ব চিত্র
জারে নামি সংস্থার লেবেল লাগিয়ে দিব্যি চলছিল নকল মিনারেল ওয়াটারের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই কারখানা বন্ধ করল এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ এবং পুলিশ। শনিবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরপরগনার মধ্যমগ্রামে। যদিও ওই কাণ্ডে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে ওই কারখানাটি সিল করে দেওয়া হয়েছে।
মধ্যমগ্রামের বসুনগরের একটি বাড়িতে চলছিল ওই বেআইনি কারখানা। অভিযোগ জল ‘পরিশুদ্ধ’ করে তা নামি সংস্থার লেবেল লাগানো জারে ভরে বিক্রি করা হচ্ছিল। শনিবার সেই বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ এবং পুলিশের যৌথ বাহিনী। পুলিশ ওই কারখানায় গিয়ে প্রচুর জলের জার এবং কিছু রাসায়নিক উদ্ধার করেছে।
এই কাণ্ডে এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে ওই কারখানাটি কার তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ওই কারখানার লাইসেন্স ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।