X Ray Machine

ব্লেড গিলে ফেলল শিশু,  চিকিৎসকের তৎপরতায় বাঁচল প্রাণ

শিশুটি ঘরের মেঝেতে বসে খেলা করছিল। সেই সময়ে ঘরের কোণে পড়ে থাকা ব্লেডের টুকরোটি গিলে ফেলে সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ০৭:৫৩
Share:

এক্স-রে প্লেটে দেখা যাচ্ছে শিশুর গলায় আটকে রয়েছে ব্লেডের ভাঙা টুকরো।

ঘরে পড়ে থাকা আধভাঙা ব্লেড গিলে ফেলেছিল দশ মাসের শিশুকন্যাটি। ক্যানিং মহকুমা হাসপাতালে শিশুটির গলা থেকে ব্লেডটি বের করা সম্ভব হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ক্যানিংয়ের হেড়োভাঙা গ্রামে।

Advertisement

শিশুটির পরিবারের তরফে জানা গিয়েছে, এদিন শিশুটির মা মমতা ঘরামি ঘরে নিজের কাজ সারছিলেন। শিশুটি ঘরের মেঝেতে বসে খেলা করছিল। সেই সময়ে ঘরের কোণে পড়ে থাকা ব্লেডের টুকরোটি গিলে ফেলে সে। যন্ত্রণায় কান্নাকাটি শুরু করলে মা কাছে এসে দেখেন, মেয়ের মুখ থেকে রক্ত বের হচ্ছে।

তিনি শিশুটিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ওই চিকিৎসক জানান, শিশুটি ব্লেড গিলে নিয়েছে। তাকে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে তখন জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন নাক, কান, গলার বিশেষজ্ঞ চিকিৎসক বিকাশ সিংহ। ঘটনার কথা শুনে তিনি শিশুটির এক্স-রে করান। এক্স-রে প্লেটে দেখা যায়, শিশুর গলায় বিঁধে রয়েছে আধখানা ব্লেড। শিশুটিকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ব্লেডটি বের করেন ওই চিকিৎসক। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

শিশুটির মা বলেন, “চিকিৎসককে ধন্যবাদ জানানোর ভাষা নেই। ওঁর তৎপরতায় মেয়ের জীবন ফিরে পেলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement