police

Woman Security: নিরাপত্তায় পুলিশের সঙ্গে হাত মেলাবে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

এলাকার একটি গ্রামকে দত্তক নিয়ে শিক্ষা এবং সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরির চেষ্টা চালাচ্ছে ওই বিশ্ববিদ্যালয়।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ২০:০৭
Share:

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যাালয়ের অনুষ্ঠানে বক্তৃতা উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের।

নারী নিরাপত্তা-সহ কয়েকটি ক্ষেত্রে পুলিশের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে চলেছেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে তৈরি করা ‘আস্থা’ অ্যাপ এবং তার ব্যবহার সম্বন্ধে ছাত্রীদেকে বিস্তারিত ভাবে জানান পুলিশকর্তারা।
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই এলাকার মহিলাদের স্বনির্ভর করতে একাধিক উদ্যোগ নিয়েছে। এলাকার একটি গ্রামকে দত্তক নিয়ে শিক্ষা এবং সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরির চেষ্টা চালাচ্ছে ওই বিশ্ববিদ্যালয়। এ বার নারীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও জেলা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চলেছে তারা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সাইদুর রহমানের কথায়, ‘‘পূর্ব ভারতে আমরা একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে নারীর অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। এ বার সামাজিক সুরক্ষার জন্য পুলিশের সঙ্গেও হাত মিলিয়ে কাজ করব আমরা।’’

Advertisement

ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আস্থা অ্যাপে বহু ছাত্রীই অংশগ্রহণ করেছেন। তা ছাড়া আপদকালীন ক্ষেত্রে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ভাবনাচিন্তাও চলছে। এ ছাড়া একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষিণেরও ব্যবস্থা করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement