Hilsa

রাস্তা থেকে প্রায় সাড়ে তিন কুইন্টাল খোকা ইলিশ আটক পুলিশের, ডায়মন্ড হারবারে হল নিলাম

শুক্রবার বিকেলে ইলিশের বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় দেখতে পাওয়া যায় দু’টি গাড়িতে করে খোকা ইলিশ নিয়ে যাওয়া হচ্ছে। তা বাজেয়াপ্ত করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১১:৫৮
Share:

আটক করা খোকা ইলিশ। — নিজস্ব চিত্র।

প্রায় সাড়ে তিন কুইন্টাল খোকা ইলিশ বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার ডায়মন্ড হারবারে বাজেয়াপ্ত করা ওই ইলিশ পরে নিলামে বিক্রি করেন মৎস্য দফতরের আধিকারিকেরা।

Advertisement

ডায়মন্ড হারবার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ইলিশের বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় দেখতে পাওয়া যায় দু’টি গাড়িতে করে খোকা ইলিশ নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ওই গাড়ি দু’টি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি গাড়িতে প্রায় ৩৪০ কিলোগ্রাম খোকা ইলিশ ছিল। বিষয়টি জানানো হয় মৎস্য দফতরকেও। এর পর মৎস্য দফতরের আধিকারিকেরা পৌঁছন ঘটনাস্থলে। তাঁদের উপস্থিতিতে ওই বিপুল পরিমাণ খোকা ইলিশ নিলাম করে বিক্রি করা হয়।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আকারে ২৩ সেন্টিমিটারের কম ইলিশ কোনও ভাবেই ধরা যাবে না। তার পরেও অনেক মৎস্যজীবী ওই ছোট ইলিশ ধরছেন বলে অভিযোগ। তবে জারি পুলিশি তল্লাশিও। শুক্রবার তল্লাশির সময় হাতেনাতে ধরা পড়ে যায় ওই গাড়ি দু’টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement