Fishermen

ডুবে যাওয়া ট্রলারে মিলল ৯ মৎস্যজীবীর দেহ, খোঁজ চলছে আরও ১ জনের

বুধবার ভোরে বকখালি থেকে ২০ কিলোমিটার দূরে রক্তেশ্বরী চরের কাছে ঢেউয়ের দাপটে উল্টে যায় এফবি হৈমবতী নামের ওই ট্রলারটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফ্রেজারগঞ্জ শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১০:৫৫
Share:

উদ্ধার হওয়া ট্রলার। নিজস্ব চিত্র।

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন ১০ মৎস্যজীবী। দিনভর তল্লাশির পর বুধবার রাতে উদ্ধার হয়েছে ৯ মৎস্যজীবীর দেহ। এখনও নিখোঁজ এক জন।

Advertisement

ডুবে যাওয়া ট্রলারটিকে নিয়ে বুধবার রাতেই উদ্ধার করে আনা হয়েছিল পাতিবুনিয়া ঘাটে। ট্রলার থেকে জল খালি করার পর কেবিনের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ৯ মৎস্যজীবীদের দেহ। তবে এখনও নিখোঁজ নামখানার হরিপুরের বাসিন্দা অনাদি শাসমল নামে এক মৎস্যজীবী। বৃহস্পতিবার দেহগুলির ময়নাতদন্ত করা হবে কাকদ্বীপ হাসপাতালের মর্গে। তার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে বৃহস্পতিবার সকাল থেকেই সমুদ্রে শুরু হয়েছে তল্লাশি।

মৃত মৎস্যজীবীদের পরিবারের লোকেদের আর্থিক অনুদানের কথা বুধবার রাতেই ঘোষণা করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা বলেছেন তিনি। এ নিয়ে বঙ্কিম বলেছেন, ‘‘ময়নাতদন্তের পর দেহগুলি সৎকারের জন্য ২ হাজার টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে মৃত মৎস্যজীবীদের আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছি। আশা করি দ্রুত সেই টাকা পৌঁছে দেওয়া হবে।’’

Advertisement

বুধবার ভোরে বকখালি থেকে ২০ কিলোমিটার দূরে রক্তেশ্বরী চরের কাছে ঢেউয়ের দাপটে উল্টে যায় এফবি হৈমবতী নামের ওই ট্রলারটি। নামখানার ফ্রেজারগঞ্জ উপকূল থানার দশমাইল ঘাট থেকে ১২ জন মৎস্যজীবীকে নিয়ে ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল ওই ট্রলারটি। সমুদ্রে কয়েক দিন মাছ ধরার পর ফিরে আসছিল ট্রলারটি। বুধবার ভোরে ট্রলারের কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন সকলে। বাকি দু’জন ছিলেন ট্রলারের বাইরে। বঙ্গোপসাগরে রক্তেশ্বরী চরের কাছে ঢেউয়ের দাপটে আচমকাই বিপত্তি ঘটে। ট্রলারে মোট ১২ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। বাকি ১০ জন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement