Storm

ঝড়ে উড়ল টিনের চাল, ভাঙল গাছ

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঝড় শুরু হয়। প্রবল বেগে চলে বৃষ্টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ০৯ মে ২০২০ ০৪:০৯
Share:

ঝড়ের-পড়ে : গাছ ভেঙে পড়েছে বাড়ির চালে। ছবিটি তুলেছেন নির্মাল্য প্রামাণিক

লকডাউনের জেরে বন্ধ রয়েছে কাজকর্ম। জুটছে না খাবারও। তার মধ্যে ঝড়ে চাল উড়ে গেল মোহন ঘোষ নামে এক ব্যক্তির বাড়ির।

Advertisement

গাইঘাটার বিষ্ণুপুর মাঠপাড়া এলাকার থাকেন। দিনমজুরের কাজ করেন। কিন্তু এখন সব কিছু বন্ধ থাকায় কোনও রকমে দিন কাটছে তাঁর। এখন মাথার ছাদটুকুও নেই। বাধ্য হয়ে পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন মোহন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঝড় শুরু হয়। প্রবল বেগে চলে বৃষ্টি। কিছুক্ষণের ঝড়ে গাইঘাটার বিষ্ণুপুর, ফরিদকাঠি, মাঠপাড়া-সহ কয়েকটি এলাকার বাড়িঘরের ক্ষতি হয়েছে। কিছু বাড়ি ভেঙে গিয়েছে। অনেকের আবার ঘরের সমস্ত জিনিসপত্র ভিজে গিয়েছে।

Advertisement

গাইঘাটার বিডিও বিব্রত বিশ্বাস বলেন, ‘‘দুপুর পর্যন্ত ২০টি বাড়ির ক্ষতির খবর পেয়েছি। যাঁরাই যোগাযোগ করছেন সকলকে সাহায্য করার কাজ শুরু হয়েছে।’’

লকডাউনের জেরে এমনিতেই মাস দু’য়েক ধরে কাজকর্ম বন্ধ থাকায় রুজিরোজগার নেই খেতমজুরি বা দিনমজুরি করা মানুষগুলির। এর মধ্যে ঝড়ের দাপটে তাঁরা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। মোহন বলেন, ‘‘গোটা ঘরটাই উড়ে গিয়েছে। ভিতটাই শুধু আছে। দিনমজুরি করে দিনে ১৫০ টাকা পাই। অনেক দিন কাজ বন্ধ। এখন কী করব জানি না।’’

ফরিদকাটির বাসিন্দা রণজিৎ দাসের বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর কথায়, ‘‘ঘরের কোনও কিছু অবশিষ্ট নেই। খাট, আলমারি, টিভি সব ভেঙে গিয়েছে।’’ কয়েকটি বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে। জামা কাপড় সব ভিজে গিয়েছে। তাঁদের কথায়, ‘‘মাথার উপর আমাদের কোনও ছাদ থাকল না। রাতে কোথায় থাকব।’’

এলাকাটি সুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে। প্রধান মিহির বিশ্বাস শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় যান। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রায় ৭টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ত্রিপল দিচ্ছি। খাওয়া দাওয়ার অসুবিধা হলে আমরা ব্যবস্থা করব। পাশের স্কুলে ক্ষতিগ্রস্তদের রাখা হবে।’’ শুক্রবার সকালে বিষ্ণুপুর এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গাইঘাটা ব্লকের ইছাপুর, ঠাকুনগর, সুটিয়া, রামনগর, ঝাউডাঙা এলাকায় ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। কোথাও বড়বড় গাছগাছালি ভেঙে পড়েছে। খেতে কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, ‘‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। সকলকে ত্রিপল ও খাদ্যসামগ্রী দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement