সিপিএম কর্মীদের ‘মার’

নির্বাচনের মুখে ভাঙড়ের শোনপুরে বুধবার সিপিএমের কয়েক জন কর্মী-সমর্থককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০০:১৯
Share:

নির্বাচনের মুখে ভাঙড়ের শোনপুরে বুধবার সিপিএমের কয়েক জন কর্মী-সমর্থককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

Advertisement

পুলিশ জানায়, মঙ্গলবার শোনপুরে ভোটের প্রচারে মিছিল করে সিপিএম। তাতে যোগ দেওয়া কয়েক জন কর্মীর উপরে বুধবার হামলা চালায় একদল দুষ্কৃতী। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার ঘোষের দাবি, তাঁদের তিন কর্মী জখম হয়েছেন। সিপিএমের তরফে পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে। ভাঙড়ের তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লার নির্বাচনী কমিটির চেয়ারম্যান আরাবুল ইসলাম বলেন, ‘‘পুলিশ তদন্ত করে দেখুক, এ কাদের কাজ। ভোটে অশান্তির পরিবেশ কাম্য নয়।’’

অন্য দিকে, মঙ্গলবার রাতেই দলবল নিয়ে এক সিপিএম কর্মীর বাড়িতে হামলা ও এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল বারাসত পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অরুণ ভৌমিক নামে ওই কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে বুধবার মিছিল করেন বামকর্মীরা। পুলিশে দায়ের করা অভিযোগে বারাসতের নবপল্লির বাসিন্দা রবি চট্টোপাধ্যায় নামে ওই সিপিএম কর্মী জানান, অরুণবাবু জনা দশেক সমর্থক নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন।

Advertisement

অন্য একটি অভিযোগে বাপি ঘোষ নামে এক যুবক জানান, তিনি রাতে দোকানে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কেন তিনি রাতে বাইরে রয়েছেন জানতে চেয়ে অরুণবাবু তাঁকে মারধর করেন। দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement