Covid Death

অ্যাম্বুল্যান্স পেতে দেরির ঘটনায় তদন্তে স্বাস্থ্যকর্তারা 

শুক্রবার স্বাস্থ্য দফতরের দুই সদস্যের প্রতিনিধি দল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে এসে ঘটনা সম্পর্কে খোঁজ-খবর করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ০৫:০০
Share:

হাসপাতালে স্বাস্থ্যকর্তারা। ছবি: সুজিত দুয়ারি

করোনা আক্রান্ত এক মহিলা বৃহস্পতিবার বিকেলে মারা যান হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। পরিবারের অভিযোগ, তাঁকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স বুকিং করতে কাঠখড় পোড়াতে হয়। অ্যাম্বুল্যান্স আসতে দেরি হয়। মারা যান মহিলা। ওই ঘটনার তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর। শুক্রবার স্বাস্থ্য দফতরের দুই সদস্যের প্রতিনিধি দল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে এসে ঘটনা সম্পর্কে খোঁজ-খবর করে। ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের উপ স্বাস্থ্য আধিকারিক নিরঞ্জন গঙ্গোপাধ্যায়। মূলত হাসপাতালে বৃহস্পতিবার যাঁরা দায়িত্বে ছিলেন, সেই কর্মী, নার্স এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি। লিখিত ভাবে বক্তব্য জমা নেন স্বাস্থ্যকর্তারা। রোগী পাঠানোর ক্ষেত্রে পদ্ধতিগত সরলীকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে মন্তব্য করেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস। তদন্তের রিপোর্ট স্বাস্থ্য দফতরে দেওয়া হবে বলে জানান নিরঞ্জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement