ভাঙড়ের তৃণমূল দফতরে চলছে টিকাকরণ। নিজস্ব চিত্র।
তৃণমূলের দফতরের ভিতরে কোভিড টিকাকরণের ক্যাম্প আয়োজনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। বুধবার ভাঙড়-১ ব্লকের ভোজেরহাটের খড়ম্বা এলাকায় তৃণমূলের কার্যালয়ে টিকাকরণের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ক্যাম্পে তৃণমূল নেতাদের উপস্থিতিতেই কোভিড-১৯ টিকা দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় দেড়শো জনকে টিকা দেওয়ার পর বন্ধ হয় ক্যাম্প।
স্থানীয় সূত্রের খবর, প্রথমে ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছিল, বুধবার খড়ম্বা এলাকার আইসিডিএস কেন্দ্রে টিকা দেওয়া হবে। কিন্তু সেই ক্যাম্পের আয়োজন হয় তৃণমূলের স্থানীয় দফতরে। সেখানে তৃণমূল নেতা অহেদালি শেখের তদারকিতে কোভিড-১৯ টিকাকরণ চলে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই টিকা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। দলের দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য টিকা দিচ্ছে। অথচ তৃণমূল সেই টিকা নিয়ে রাজনীতি করছে। বেআইনি ভাবে পার্টি অফিসে ক্যাম্প করে শুধুমাত্র তৃণমূলের কর্মীদেরই টিকা দেওয়া হচ্ছে।’’
তবে বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের স্থানীয় নেতা তথা জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি আহেদালি বলেন, ‘‘আইসিডিএস সেন্টারের ছোট্ট ঘরে অনেক মানুষ ভিড় জমিয়েছিলেন। তাই তাঁদের সুবিধার জন্যই পার্টি অফিসেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলে স্থানীয় বাসিন্দারাই উপকৃত হয়েছেন। দলমত নির্বিশেষে সকলেই টিকা পেয়েছেন। বিজেপি-র বাজে অভিযোগের কোনও উত্তর দেব না।’’
ভাঙড়-১ ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও ঘটনার খবর নেই। তবুও অভিযোগ খতিয়ে দেখা হবে।