অন্ধ্রপ্রদেশে আটকে পরিবার। নিজস্ব চিত্র
চার বছরের প্রতিবন্ধী ছেলে অর্পণকে ভেলোরে চিকিৎসক দেখাতে নিয়ে গিয়েছিলেন হাবড়ার কাশীপুরের বাসিন্দা খোকন রায়। খোকনের এক আত্মীয় পাপিয়া-সহ পাঁচজন যান একই সঙ্গে। ২৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়েছিলেন। লকডাউনের জেরে খোকনরা এখন আটকে পড়েছেন অন্ধ্রপ্রদেশে। বাড়ি ফেরার জন্য দু’বার ট্রেনের টিকিট কেটেছিলেন। সে সব বাতল হয়েছে। হাতে টাকা-পয়সা ফুরিয়ে আসছে।
খোকন যোগাযোগ করেন হাবড়ার টুনিঘাটা এলাকার একটি মানবাধিকার সংগঠনের কর্ণধার সঞ্জিত কাঞ্জিলালের সঙ্গে। সোমবার সঞ্জিত যোগাযোগ করেন হাবড়া ব্লক প্রশাসনের সঙ্গে। বিডিওর কাছে তিনি লিখিত আবেদন করেছেন, খোকনদের বাড়ি ফিরিয়ে আনার জন্য। বিডিও শুভ্র নন্দী বলেন, ‘‘এখন পরিবারের সদস্যদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে অন্ধ্রপ্রদেশের ওই এলাকার প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে ওঁদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’’ সঞ্জিতের কথায়, প্রতিবন্ধী শিশুটি নার্ভের সমস্যায় ভুগছে। ঠিক মতো বসে থাকতে পারে না। আমরাও চেষ্টা করছি কোনও ভাবে যদি ওঁদের কাছে খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয়।’’ পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার কানিপক্করম এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে খোকনরা রয়েছেন। বাড়ির মালিক আপাতত তাঁদের খেতে দিচ্ছেন। ফোনে খোকন বলেন, ‘‘হাতে টাকা-পয়সা নেই। এই পরিস্থিতিতে বাইরের রাজ্যে আটকে পড়েছি। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের বাড়ি ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)