Coronavirus

নজরদারি চালাবে ড্রোন 

দোকানপাটও বেআইনি ভাবে খোলা হচ্ছে কিছু। পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০২:৫৯
Share:

মানা হচ্ছে কিনা লকডাউন, নজর রাখবে ড্রোন। হাবড়ায়। ছবি: সুজিত দুয়ারি

লকডাউন উপেক্ষা করে কোনও জমায়েত হচ্ছে কিনা, অকারণে কেউ ঘোরাঘুরি করছেন কিনা, তা বন্ধ করতে এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি শুরু করল হাবড়া থানার পুলিশ। সোমবার হাবড়া থানার আইসি গৌতম মিত্রের উপস্থিতিতে স্থানীয় বাণীপুর এবং জয়গাছি এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চলে। লকডাউন ঘোষণার পর থেকে হাবড়া শহরের কিছু মানুষ বিনা প্রয়োজনে রাস্তাঘাটে বেরোচ্ছেন। কোথাও যুবকেরা ফুটবল খেলছেন। আবার সন্ধ্যার পরে যুবকেরা প্রকাশ্যে জড়ো হয়ে মদ্যপান করছেন। চলছে বাইক টোটো-অটো-ভ্যান। দোকানপাটও বেআইনি ভাবে খোলা হচ্ছে কিছু। পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। রবিবার ও সোমবার ২২ জন গ্রেফতার করা হয়েছে। তারপরেও পরিস্থিতির উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। গৌতম বলেন, ‘‘ড্রোনের মাধ্যমে এলাকার অলিগলি পাড়ার মধ্যেও নজরদারি আরও বাড়ানো সম্ভব হবে। সেই মতো দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement