পসরা: বসেছে হাট।—ছবি: নির্মাল্য প্রামাণিক।
এক টাকায় মিলল আলু, পেঁয়াজ, চাল, ডাল!
বুধবার বনগাঁর একটি ক্লাবের উদ্যোগে এই অভিনব হাট বসেছিল ঢাকাপড়া এলাকার বনবিবিতলায়। সেখানে এক টাকার বিনিময়ে গরিব মানুষ থলে ভর্তি করে বাজার করেন। একটি মাঠে নির্দিষ্ট দূরত্বে প্লাস্টিকের টেবিল পাতা হয়েছে। তাতে সাজানো ছিল নুন, চাল, ডাল, সয়াবিন, আলু, পেঁয়াজ, পটল, ঢ্যাঁড়শ, লাউ, লঙ্কা। টেবিলের কাছে একজন করে ক্লাব সদস্য মুখে মাস্ক পরে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছিলেন জিনিসপত্র দেওয়ার জন্য।
হাটে ঢোকার মুখে ক্লাবের সদস্যদের হাতে এক টাকা করে জমা দেন দুঃস্থ মানুষ। সেখানেই মানুষ তাঁদের নাম-ঠিকানাও দেন। বাজার করতে আসা মানুষের হাতে ঢোকার মুখেই হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। বিনামূল্যে মাস্কও পরিয়ে দেওয়া হয় তাঁদের। তবেই বাজার করার অনুমতি পান তাঁরা।
হাটের মধ্যে নির্দিষ্ট দূরত্ব মেনে চুন দিয়ে গোল করে দাগ কাটা ছিল। ক্রেতারা সেখানে দাঁড়াচ্ছেন। একজন করে ক্রেতা ব্যাগ নিয়ে আনাজ, চাল, ডাল রাখা টেবিলের দিকে এগিয়ে যাচ্ছেন। নির্দিষ্ট পরিমাণ মতো চাল, ডাল, সয়াবিন, আনাজ নিজে হাতেই তুলে নিচ্ছেন তাঁদের ব্যাগে।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রায় ২০০ জন মানুষ হাটে এসেছিলেন। ওই এলাকায় বেশির ভাগই মানুষই দিনমজুরি, খেতমজুরি বা হকারি করে সংসার চালান। লকডাউনের কারণে কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। বাড়িতে খাবারের জোগান কমেছে। ওই গরিব মানুষের পাশে দাঁড়াতে এমন হাটের আয়োজন করা হয়েছিল। সম্পাদক রতন কর বলেন, ‘‘ক্লাবের তরফে সারা বছর খেলাধুলা-সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ বছর খেলাধুলা বাদ রেখে ক্লাবের টাকায় এবং এলাকার এক মহিলার দানের টাকায় গরিব মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে আমরা হাটের আয়োজন করেছি। ভবিষ্যতেও একই রকম হাটের আয়োজনের পরিকল্পনা রয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘অনেকেই দান গ্রহণে লজ্জা বোধ করেন। তাঁরা যাতে অসম্মানিত না হন, সে জন্য তাঁদের কাছ থেকে ১ টাকা করে নেওয়া হয়েছে।’’